লাইব্রেরী ও হজ্জ্ব শাখা
জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
লাইব্রেরী ও হজ্ব শাখা কর্তৃক নাগরিক অধিকার সমূহ |
|||
ক্র: নং |
সেবার নাম |
সেবাপ্রাপ্তির প্রক্রিয়া |
সেবাপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময় |
০১. |
লাইব্রেবীতে সংরক্ষিত বই পত্র ইস্যু ও ফেরত |
অত্র কার্যালয়ের কর্মকর্তাগণের চাহিদার প্রেক্ষিতে লাইব্রেরীতে সংরক্ষিত বিভিন্ন বই, গেজেট ইত্যাদি সরবরাহ করা হয়। কর্মকর্তাগণ তাদের দাপ্তরিক ও বিচারকার্য সম্পাদন করে যথাসময়ে বইসমূহ পুনরায় লাইব্রেরীতে ফেরত দিয়ে থাকেন। |
চাহিদাপত্র প্রাপ্তির সাথে সাথে বইপত্র সরববাহ পর কর্মকর্তাগণ বইপত্র ফেরত প্রদান করেন। |
০২. |
হজ্ব কার্যক্রম |
হজ্ব মৌসূমে ধর্ম বিষয়ক মন্ত্রলালয় থেকে হজ্বনীতিমালা প্রাপ্তির পর হজ্ব কার্যক্রম শুরু হয়। নীতিমালার উল্লেখিত সময়ের মধ্যে সরকারী ব্যবস্থাপনায় হজ্বে গমনেচ্ছু হজ্ব যাত্রীদের নিকট ফরম বিলি করা হয়। হজ্বযাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় টাকা তফশীল ব্যাংক সমূহে জমা করে পে-অর্ডারসহ হজ্বের যাবতীয় কাগজপত্র অত্র শাখায় দাখিল করেন। পরবর্তীতে ফরম ও যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই পূর্বক সকল হজ্বযাত্রীর তালিকা প্রস্ত্তত করে নিদিষ্ট সময়ের মধ্যে তালিকাসহ সকল কাগজপত্র হজ্ব অফিসার, হজ্ব অফিস, আশকোনা, উত্তরা ঢাকার প্রেরণ করা হয়, তালিকার অনুলিপি, ধর্ম বিষয়ক মন্ত্রলায় এর অবগতির জন্য এবং স্বাস্থ্য পরীক্ষাও পুলিশ ছাড়পত্র প্রদানের নিমিত্তে সিভিল সার্জন, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা, চট্টগ্রামের বরাবরে প্রেরণ করা হয়। |
ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কার্য সম্পাদন করা হয়। |
০৩. |
জনসংযোগ (সংযোজিত) |
অত্র শাখায় কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বর্তমানে ১। দৈনিক আজাদী, ২। পূর্বকোণ, ৩। কর্ণফূলী, ৪। চট্টগ্রাম মঞ্চ, ৫। সুপ্রভাত বাংলাদেশ, ৬। প্রথম আলো, ৭। যুগান্তর, ৮। ইত্তেফাক পত্রিকা সমূহ থেকে স্থানীয় সকল গুরুত্বপূর্ণ সংবাদসহ প্রশাসনিক ও জাতীয় উল্লেখযোগ্য সংবাদসমূহ কাটিং করে সাদা কাগজে আঠা দিয়ে পেস্ট করে প্রতি কর্মদিবসে জেলা প্রশাসক, মহোদয় বরাবরে উপস্থাপন করা হয়। উপস্থাপনের পর জেলা প্রশাসক মহোদয় যে সংবাদের বিষয়ে কার্যক্রম গ্রহনের নির্দেশ প্রদান করবেন তা প্রয়োজনীয় কার্যার্থে কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করা হয়। |
প্রতি কর্মদিবসে উপস্থাপন করা হয়। |
0
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস