ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময় |
||
০১ |
নিম্ন বর্ণিত অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর ডিলিং লাইসেন্স ইস্যু ও নবায়নঃ ১। জুয়েলারী ২। স্বর্ণকার (কারিগর) ৩। লৌহ ও ইস্পাত জাত দ্রব্য ৪। সিমেন্ট ৫। সুতা (পাইকারী) ৬। সুতা (খুচরা) ৭। কাপড় (পাইকারী) ৮। কাপড় (খুচরা) ৯। বেবী ফুড ১০। সিগারেট। |
ডিলিং লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফরমে (অত্র শাখায় পাওয়া যায়) বর্ণিত কাগজ পত্র সহকারে জেলা প্রশাসকের বরাবরে আবেদন করতে হবে। (ক) ট্রেড লাইসেন্স (খ) নাগরিকত্ব সনদ-পত্র (গ) আর্থিক স্বচ্ছলতা সনদপত্র (ঘ) দোকান গৃহের মালিকানা সংক্রান্ত দলিল/খতিয়ান/ভাড়াটে চুক্তিনামা (ঙ) লাইসেন্স ফি জমার চালান।
প্রতি বছর মে মাসের ৩১ তারিখের মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত হারে নবায়ন ফি জমা প্রদান করে পরবর্তী অর্থ বছরের জন্য লাইসেন্স নবায়ন করতে হবে। |
আবেদন পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত কর্মকর্তার বরাবরে প্রেরণ পূর্বক তদন্তক্রমে প্রতিবেদন সংগ্রহ পূর্বক পরবর্তীতে প্রতিবেদন প্রাপ্তির ০৭(সাত) কার্য দিবসের মধ্যে অত্র শাখায় নিষ্পত্তি করা হয়। |
||
পণ্যের নাম |
লাইসেন্স ফি |
নবায়ন ফি |
|||
১। জুয়েলারী লাইসেন্স ২। স্বর্ণাকার (কারিগর) ৩। লৌহ ও ইস্পাত লাইসেন্স ৪। সিমেন্ট লাইসেন্স ৫। সুতা (পাইকারী) লাইসেন্স ৬। সুতা (খুচরা) লাইসেন্স ৭। কাপড়(পাইকারী) লাইসেন্স ৮। কাপড় (খুচরা) লাইসেন্স ৯। বেবী ফুড লাইসেন্স ১০। সিগারেট লাইসেন্স |
১,০০০/- ১,০০০/- ১,০০০/- ৫০০/- ৪০০/- ১০০/- ১,০০০/- ২০০/- ৫০/- ১,০০০/- |
৫০০/- ৫০/- ৫০০/- ২৫০/- ২০০/- ৫০/- ৫০০/- ১০০/- ২৫/- ৫০০/- |
|||
০২ |
(ক) পেট্টোলিয়ামজাত দ্রব্য মজুদ ও খুচরা বিক্রয়ের নিমিত্তে অনাপত্তি পত্র ইস্যু সংক্রান্ত। (খ)ফিলিং ষ্টেশন/সিএনজি রি-ফুয়েলিং এন্ড কনভারশন ষ্টেশন স্থাপনের নিমিত্তে অনাপত্তি পত্র ইস্যু সংক্রান্ত। (গ) লুব্রিকেন্ট সামগ্রী আমদানী, মজুদ ও বিপণন সংক্রান্ত। |
পেট্টোলিয়ামজাত দ্রব্য মজুদ ও খুচরা ব্যবসা সংক্রান্ত দোকান/ফিলিং ষ্টেশন /সিএনজি ফিলিং ষ্টেশন স্থাপনের জন্য নির্ধারিত ফরমে নিম্ন বর্ণিত কাগজ-পত্র সহকারে জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবেঃ ১। ট্রেড লাইসেন্স ২। জাতীয়তা সনদ-পত্র ৩। আর্থিক সচ্ছলতা সনদপত্র ৪। দোকান/স্থাপনার মালিকানা সম্পর্কিত দলিল খতিয়ান/ভাড়াটে চুক্তিনামা ৫। দোকানঘরের নক্শা ৬।প্রস্তাবিত ফিলিং ষ্টেশনের জমির স্ক্যাচ ম্যাপ। |
আবেদন পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট নথিতে প্রক্রিয়াকরণের মধ্যেমে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনক্রমে প্রস্তাবিত জমির মালিকানা ও পরিবেশগত বিষয় সম্পর্কে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিডিএ, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ ও পুলিশী প্রতিবেদনের জন্য প্রেরণ করা হয়। অতঃপর প্রতিবেদন প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হয়। |
০৩ |
এসিড লাইসেন্স ইস্যু ও নবায়ন সংক্রান্তঃ (ক) বিক্রয় লাইসেন্স (খ) ব্যবহার লাইসেন্স (গ) পরিবহন লাইসেন্স। |
লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত ফরমে (অত্র শাখায় পাওয়া যায়) নিম্ন বর্ণিত কাগজপত্র সহকারে জেলা প্রশাসকের বরাবরে আবেদন করতে হবেঃ ১। ট্রেড লাইসেন্স ২। নাগরিকত্ব সনদ-পত্র ৩। টিন সনদ ৪। আর্থিক সচ্ছলতা সনদপত্র ৫। ফ্যাক্টরী/দোকান গৃহের মালিকানা সংক্রান্ত দলিল/খতিয়ান/ভাড়াটে চুক্তিনামা ৬। লাইসেন্স ফি জমার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার। নির্ধারিত হারে এসিড লাইসেন্স ফিঃ ১। এসিড বিক্রয় লাইসেন্স = ৫,০০০/- ২। (ক) এসিড ব্যবহার লাইসেন্স(বানিজ্যিক) =২৫,০০০/- (খ) সাধারণঃ ব্যবহার ১০ লিটার পর্যন্ত- (i)শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য = ৩,০০০/- (ii) অন্যান্য = ৫,০০০/- (iii) ব্যবহার ১০ লিটারের ঊর্ধে =৭,০০০/- ৩। এসিড পরিবহণ লাইসেন্স =১০০/-
প্রতি বছর মে মাসের ৩১ তারিখের মধ্যে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে নির্ধারিত লাইসেন্স এর ৫% হারে নবায়ন ফি জেলা প্রশাসক মহোদয় বরাবরে জমা প্রদান করে পরবর্তী অর্থ বছরের জন্য লাইসেন্স নবায়ন করতে হবে। |
আবেদন পত্র প্রাপ্তির ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক নিযুক্তীয় কর্মকর্তার বরাবরে প্রেরণ পূর্বক তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। পরবর্তীতে প্রতিবেদন প্রাপ্তির ০৭(সাত) কার্য দিবসের মধ্যে অত্র শাখায় নিষ্পত্তি করা হয় এবং শাখায় প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে লাইসেন্স নবায়ন করা হয়। |
০৪ |
কৃষি সংক্রান্ত |
সার ডিলার নিয়োগের প্রস্তাব প্রেরণ, বরাদ্দ পত্র সহ যাবতীয় কৃষি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। |
সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে করা হয়ে থাকে। |
০৫ |
পুরাতন কাপড় আমদানীকারক নির্বাচন। |
প্রতি বৎসর মন্ত্রণালয়ের নির্দেশে পুরাতন কাপড় আমদানীকারক নির্বাচনের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। |
সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে করা হয়ে থাকে। |
০৬ |
বিভিন্ন সভা সংক্রান্ত |
নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত জরুরী ভিত্তিতে বিভিন্ন সময়ে সরকারী নির্দেশনা মোতাবেক সভার আয়োজন করা হয়। |
সরকারী নির্দেশনা মোতাবেক সভা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। |
* তাছাড়া সরকারী নির্দেশনা মোতাবেক যাবতীয় কাজ সম্পন্ন করা হয়ে থাকে।
0
- আইন ও বিধি মোতাবেক লৌহ ও ইস্পাতজাতীয় দ্রব্য, সিমেন্ট, সুতা ব্যবসা (পাইকারী/খুচরা), কাপড়ের ব্যবসা (পাইকারী/খুচরা), তাঁত, জুয়েলারী, দুগ্ধজাত খাদ্য ও সিগারেট ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়ন সংক্রান্ত কার্যক্রম।
- ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন মোতাবেক ইট ভাটার লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রম।
- সার ডিলার নিয়োগ এবং সার নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্রান্ত কার্যক্রম।
- লাইসেন্স সংক্রান্ত প্রাপ্ত আবেদন তদমত্ম শেষে ফলাফল মোতাবেক নিষ্পত্তি হয়।
- জেলা খাদ্য গুদাম পরিদর্শন ও নিরীক্ষাকরণ সংক্রান্ত কার্যক্রম।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস