নেজারত শাখা কর্তৃক সম্পাদিত নাগরিক অধিকার সমূহঃ
ক্রঃনং |
সেবাসমূহ |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
প্রয়োজনীয় সময় |
১. |
সকল প্রকার বিল ট্রেজারী হতে পাশকরণ, চেক ব্যাংকে জমাদার, ব্যাংক হতে অর্থ উত্তোলন ও বিতরণ এবং ক্যাশ বহি, সাবসিডিয়ারী ক্যাশ বহি আনুষাংগিক রেজিষ্টার, ট্রেজারী রেমিটেন্স রেজিষ্টার ইত্যাদি লিখন ও সংরক্ষণ। |
কর্মচারীদের বেতন ভাতাদি উত্তোলন পূর্বক যথাযথভাবে বিতরণ করা হয় এবং সংশ্লিষ্ট রেজিষ্টারসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা হয়। |
ব্যাংক হতে অর্থ প্রাপ্তির সাথে সাথে বন্টনের ব্যবস্থা করা হয়।
|
২. |
বিশেষ বাহকের ব্যবস্থাকরণ |
প্রশাসনিক জরুরী প্রয়োজনে বিশেষ বাহক মারফত কার্য সম্পাদন করা হয়। |
বিভিন্ন শাখা হতে চাহিদা সাপেক্ষে প্রেরণের ব্যবস্থা করা হয়। |
৩. |
আদালত ভবনের আওতাধীন অস্থায়ী ভিত্তিতে প্রদত্ত শপ লাইসেন্স নবায়ন ও ফি গ্রহণ সংক্রান্ত কার্যক্রম এবং আদালত ভবন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ সংক্রান্ত কার্যক্রম। |
সরকারী রাজস্ব আদায়ের স্বার্থে বছরের প্রারম্ভে ব্যবস্থা গ্রহণ করা হয়। |
০৭ কার্য দিবসের নোটিশের মাধ্যমে। |
৪. |
প্রটোকল সংক্রান্ত কাজে ও প্রশাসনিক জরুরী প্রয়োজনে যানবাহন রিকুইজিশন, বন্টন ও রিকুইজিশনকৃত যানবাহনের জ্বালানী সরবরাহ, লগশীট সংরক্ষণ এবং জ্বালানী হিসাব সংরক্ষণ। |
ভিভিআইপি ও ভিআইপিগণের ব্যবহারের নিমিত্তে প্রয়োজনীয় যানবাহন ও জ্বালানীর ব্যবস্থা করা হয়। |
বার্তা পাওয়ার সাথে সাথে। |
৫. |
চট্টগ্রাম জেলায় আগত ভিভিআইপি, ভিআইপি ও উর্দ্ধতন কর্মকর্তাদের সফরসূচী তৈরি ও সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ নিশ্চিতকরণ। |
চট্টগ্রাম জেলায় ভিভিআইপি ও ভিআইপিগণের সফরসূচী পাওয়া মাত্র সংশ্লিষ্টদের মাঝে বিতরণ নিশ্চিত করা হয়। |
বার্তা প্রাপ্তির সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়। |
৬. |
সুপ্রীম কোর্ট, হাইকোর্টসহ বিভিন্ন আদালত হতে প্রাপ্ত নোটিশ, সমন/পরোয়ানা এবং বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও অত্র কার্যালয়ের অন্যান্য শাখা হতে প্রাপ্ত পত্রসমূহ যথাযথভাবে জারীর ব্যবস্থা নিশ্চিতকরণ। |
আদালত হতে প্রাপ্ত নোটিশ/সমন যথাযথভাবে জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়। |
নির্ধারিত তারিখের পূর্বে এস.আর কপি প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। |
৭. |
মাননীয় মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যগণের অনুদানের অর্থের রেজিষ্টার, বিভিন্ন খরচের রেজিষ্টার ও চেক প্রদান রেজিষ্টার সংরক্ষণ এবং মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ ও বিভিন্ন মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অনুদানের বিল প্রস্ত্ততকরণ, ট্রেজারী হতে উত্তোলন ও বিতরণ এবং প্রত্যেক অর্থ বৎসরের অর্থের হিসাব সংরক্ষণ ও বাজেট প্রস্ত্ততকরণ এবং বরাদ্দকৃত অর্থের হিসাব বিবরণী যথাযথভাবে প্রেরণ নিশ্চিতকরণ। |
প্রাপ্ত অনুদানের চেক ট্রেজারী হতে প্রাপ্ত অর্থ যথাযথভাবে বিলি বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হয়। |
স্বল্পতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। |
৮. |
মৃত নাবিকগণের ক্ষতিপূরণের অর্থ তার ওয়ারিশগণের মধ্যে বিলি বন্টনের ব্যবস্থাকরণ প্রসংগে। |
অনুদান/সরকার হতে প্রাপ্ত অর্থ মৃত নাবিকদের ওয়ারিশগণের নিকট পত্র জারীর মাধ্যমে বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হয়। |
স্বল্পতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। |
৯. |
ভিআইপি লিষ্ট প্রণয়ন ও সংরক্ষণ এবং দাওয়াত কার্ড বিলি বন্টনের ব্যবস্থাকরণ, ভিআইপিগণের আবাসন সংক্রান্ত যাবতীয় বিষয়, রেষ্ট হাউজ বরাদ্দ প্রদান, বিমান ও ট্রেন এর টিকেটের ব্যবস্থাকরণ এবং সকল জাতীয় দিবস ও সরকার ঘোষিত অনুষ্ঠানমালা উদ্যাপন সংক্রান্ত নথি। |
নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই আগত অতিথিবৃন্দ ও ভিআইপিগণের আগমন, জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানমালার আমন্ত্রণ পত্র/অফিস স্মারক বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হয়। |
স্বল্পতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। |
0
মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি/ভিআইপিগণের এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণের সফর উপলক্ষে তাঁদের নিরাপত্ত, প্রটোকল, আবাসন, আপ্যায়ন, যানবাহন ব্যবস্থাপনা ইত্যাদি নিশ্চিতকরণ
জাতীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সবা,সেমিনারের কার্যাদি সুষ্ঠু ও সুন্দরভাবে বাসত্মবায়ন।
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচন, বিভিন্ন পরীক্ষা, তদন্তকাজ, ভ্রাম্যমান আদালত পরিচালনা, আইনশৃঙ্খলা ইত্যাদি কাজে যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
সার্কিট হাউস ও অফিস রক্ষণাবেক্ষণ।
চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংস্থাপন সম্পর্কিত কার্যাদি (নিয়োগ, বদলী, পদোন্নতি, বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি)।
বিভিন্ন বিজ্ঞ আদালতের সমন ও অন্যান্য প্রসেস জারী সম্পর্কিত কার্যাদি।
জেলাপুলের যানবাহন রক্ষণাবেক্ষণ।
অফিস, সার্কিট হাউস ও বাংলো অফিসের যাবতীয় আসবাবপত্র, মেশিনারীজ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ।
জেলা প্রশাসকেরসরকারি বাসভবন ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাদি।
জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের নির্দেশে বিভিন্ন সময়ে প্রদত্ত অর্পিত দায়িত্ব পালন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস