ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
০১. |
মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য ডি.সি. বহি সরবরাহ করা ও বিভিন্ন রকমের কার্যকরী ফরম ও বিনা মূল্যে সরবরাহ করা। |
সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সহকরী কমিশনার (ভূমি)গণকে সরবরাহ করা হয়। |
চাহিদা পত্র পাওয়ার মাত্র তাৎক্ষণিকভাবে। |
০২. |
ষ্টেশনারী মালামাল মজুদ সাপেক্ষ |
জেলা প্রশাসকের বিভিন্ন শাখায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে সরবরাহ করা হয়। |
চাহিদা পত্র পাওয়ার মাত্র তাৎক্ষণিকভাবে। |
0
- সরকারী ফরমস্ ও স্টেশনারী বিভাগ হতে আবশ্যকীয় ফরমস্ ও স্টেশনারী দ্রব্যাদি সংগ্রহ করা।
- বরাদ্দপত্রের আলোকে বিভিন্ন শাখা, কোর্ট ও উপজেলা নির্বাহী অফিসে ফরমস্ ও স্টেশনারী সরবরাহ করা।
- আবশ্যক ক্ষেত্রে স্থানীয় বাজার হতে ফরমস্ ও স্টেশনারী দ্রব্যাদি ক্রয় করা।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস