শিরোনাম
চট্টগ্রামে প্রথমবারের মতো "জাতীয় শহিদ সেনা দিবস-২০২৫" পালিত
বিস্তারিত
প্রথমবারের মতো "জাতীয় শহিদ সেনা দিবস-২০২৫" পালন উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং পরিচালক(স্থানীয় সরকার)(অতিরিক্ত দায়িত্ব) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-
সেবা।
আলোচনা সভায় বিডিআর বিদ্রোহে নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং দোষীদের যথাযথ আইনে বিচারের আওতায় এনে ভবিষ্যতে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই আশাবাদ ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম জনাব মোঃ নোমান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চট্টগ্রাম জনাব মো: দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম জনাব মোঃ শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসন চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
https://shorturl.at/bM2ra