Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চট্টগ্রাম জেলায় "ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম" বাস্তবায়িত হচ্ছে
বিস্তারিত

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য Sustainable Development Goal (SDG) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১ নম্বর Goal হচ্ছে: "সকল পর্যায়ের দারিদ্র্য নির্মূলকরণ"। এরই আওতায় ২০২১ সালের মধ্যে "দারিদ্র্য ও ক্ষুধামুক্ত এবং মধ্যম আয়ের বাংলাদেশ" বিনির্মাণের অভিলক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক মহানগরী এলাকা ও ১৫ টি উপজেলা সহ সমগ্র জেলাজুড়ে "ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম" বাস্তবায়িত হচ্ছে। 
যাচাই বাছাইকৃত পুনর্বাসনযোগ্য ভিক্ষুকদের স্বাবলম্বী করার জন্য ব্যবসা উপকরণ, সেলাই মেশিন, রিক্সা,ভ্যান, টি-স্টল, ছোট আকারের হাঁস-মুরগীর খামারের উপকরণ বিতরণ করা হয়। প্রয়োজনমাফিক ভিক্ষুকদের কে সেলাইমেশিন ও দর্জি ট্রেডে ভাতাসহ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম মনিটর করছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/08/2017
আর্কাইভ তারিখ
28/09/2017