শিরোনাম
বিভাগীয় ইনোভেশন শোকেসিং-এ প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা
বিস্তারিত
৩০-৩১ জানুয়ারি চট্টগ্রামে দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং ২০২০ এ চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন কর্তৃক গৃহীত " জনসেবা সিস্টেম তৈরিকরণ" উদ্যোগটি প্রথম স্থান অধিকার করেছে। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব শংকর রঞ্জন সাহার কাছ থেকে জেলা প্রশাসক, চট্টগ্রামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো. আবু হাসান সিদ্দিক এ উদ্যোগের জন্য প্রথম পুরস্কার গ্রহণ করেন। উদ্যোগটি বাস্তবায়িত হলে সাধারণ জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সেবাপ্রাপ্তি সহজ হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন আশা করে, এ ইনোভেশন উদ্যোগটিকে অচিরেই চট্টগ্রাম জেলায় পাইলটিং করা সম্ভব হবে।