নং |
সেবার নাম |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময় |
১। |
১। নন-জুডিসিয়াল স্ট্যাম্প ২। সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প ৩। সাধারণ ডাক টিকেট ৪। স্মারক ডাক টিকেট ৫। বাংলাদেশ রাজস্ব স্ট্যাম্প ৬। বিড়ি ব্যান্ডরোল ৭। যানবাহন জরিমানা স্ট্যাম্প ৮। পেইন পেপার (কার্টিজ) ৯। এ্যাডহেসিভ কোর্ট ফি স্ট্যাম্প ১০। ইমপ্রেস্ড কোর্ট ফি স্ট্যাম্প ১১। বিশেষ আঠালো স্ট্যাম্প ১২। বীমা স্ট্যাম্প ১৩। বীমা ফি স্ট্যাম্প ১৪। শেয়ার হস্থান্তর স্ট্যাম্প ১৫। নোটারিয়াল স্ট্যাম্প ১৬। বৈদেশিক বিল স্ট্যাম্প ১৭। কপি স্ট্যাম্প ফলি |
সপ্তাহের তিন দিন (রবি, সোম, বুধ) স্ট্যাম্প ভেন্ডার/বিভিন্ন অর্থলগ্নী প্রতিষ্টান নির্ধারিত সরকারী কোডে ব্যাংক চালানমূলে টাকা জমা দেন। পরের দিন ব্যাংক কর্তৃক স্ক্রল প্রদানের পর জমাকৃত টাকার বিপরীতে চাহিত স্ট্যাম্প সরবরাহ করা হয়। |
ব্যাংক কর্তৃক স্ক্রল প্রাপ্তির কার্যদিবসে চাহিত ষ্ট্যাম্প সরবরাহ করা হয় |
২ |
পরীক্ষার বিববরণঃ ১। প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২। প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা। ৩। জুনিয়র বৃত্তি পরীক্ষা। ৪। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্রগ্রাম এর অধীনে যাবতীয় পরীক্ষা। ৫। জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা এর অধীনে অনুষ্টিত যাবতীয় পরীক্ষা। ৬। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, চট্রগ্রাম এর অধীনে যাবতীয় পরীক্ষা। ৭। কারিগরী শিক্ষাবোর্ড ঢাকা এর অধীনে অনুষ্টিত যাবতীয় পরীক্ষা। ৮। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা এর অধীনে অনুষ্টিত যাবতীয় পরীক্ষা। ৯। পি.এস.সি ঢাকা এর অধীনে অনুষ্টিত যাবতীয় পরীক্ষা। ১০। সরকারী বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ নিয়োগের লিখিত পরীক্ষা ও সমূহের কাগজ পত্র সংরক্ষণ। ১১। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ/ হোমিও পেথিক পরীক্ষা। |
পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব/তাঁর প্রতিনিধি পরীক্ষার নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নপত্র ট্রেজারী অফিসারের উপসিহতিতে গ্রহণ করে থাকেন। |
পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করা হয়। |
0
- বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ করা হয়।
- পাসপোর্ট বহি বিতরণ করা হয়।
- স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স নবায়ন ও নতুন ভেন্ডারশীপ লাইসেন্স প্রদান করা হয়।
- ট্রেজারীতে রক্ষিত স্ট্যাম্প যাচাই করা সম্পর্কিত কাজ ।
- ট্রেজারীতে সরকারি সম্পদ নিরাপদে রাখা সম্পর্কিত কাজ।
- স্ট্যাম্প ও অন্যান্য সম্পদ বার্ষিক চেক করা সম্পর্কিত কাজ।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS