ফরিদা খানম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম |
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর প্রোফাইল: চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মতিউর রহমান জাফরিন ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। মাতা, মিসেস রিজিয়া বেগম ছিলেন একজন গৃহিনী। ফরিদা খানম ঢাকা বোর্ড হতে ১৯৯২ সালে এস.এস.সি এবং ১৯৯৪ সালে এইচ.এস.সি পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে বিএসএস (সম্মান) এবং একই বিভাগ হতে এমএসএস ডিগ্রি অর্জন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য ফরিদা খানম সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে ২১ আগস্ট, ২০০৬ তারিখে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি রংপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালী জেলায় কর্মরত ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তিনি যথাক্রমে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসকের কার্যালয়, নারায়নগঞ্জে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি যথাক্রমে উপজেলা ভূমি অফিস, পলাশ, নরসিংদী , উপজেলা ভূমি অফিস, নরসিংদী সদর এবং উপজেলা ভূমি অফিস, শরীয়তপুর সদর এ দায়িত্ব পালন করেন।তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলা এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প মাঠ পর্যায়ে প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা লাভ করেন। এছাড়াও তিনি প্রেষণে মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ ট্যারিফ কমিশন এর উপপ্রধান হিসেবে কাজ করেছেন। তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৩ আগস্ট, ২০২৪ তারিখে সরকারের উপসচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন (২০ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ হতে জ্যেষ্ঠতা প্রাপ্ত)। ০৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সরকার তাকে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করলে তিনি ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে চট্টগ্রাম জেলায় যোগদান করেন। চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গতিশীল ও জনবান্ধব প্রশাসন গড়ার লক্ষ্যে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS