Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
District Relief and Rehabilitation Office, Chattogram
Citizen Service

ক্রমিক নং

ত্রাণ ও পুনর্বাসন শাখা কর্তৃক সেবার বিবরণ

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়।

০১

গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচীঃ-

এ কর্মসূচীর আওতায় বাঁধ ও রাস্তা মেরামত; নালা নির্মাণ/সংস্কার; শিক্ষা/ ধর্মীয়/সামাজিক প্রতিষ্ঠান সমূহের মেরামত ও উন্নয়ন; জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নতিকল্পে জনহিতকর কার্য সম্পাদন; বাঁশ/কাঠের সাঁকো নির্মাণ; ছোট ছোট আর সিসি পাইপ/কালর্ভাট নির্মাণ ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।

ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জনসংখ্যা ও দুঃস্থতার ভিত্তিতে/নির্বাচনী এলাকা ভিত্তিক খাদ্যশস্য/নগদ অর্থ জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ করে থাকেন। সিটি কর্পোরেশন এলাকার বরাদ্দ (বিশেষ) দ্বারা জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক কর্তৃক উপ-বরাদ্দকৃত সম্পদ দ্বারা উপজেলা পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক বাস্তবায়ন করে থাকেন।

অর্থ বছর ভিত্তিক।

০২

গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীঃ

একর্মসূচীর আওতায় পুকুর/খাল খনন/ পুনঃখনন; রাস্তা নির্মাণ/পুনঃ নির্মাণ; জলাবদ্ধতা দূরীকরণের জন্য নালা ও সেচ নালা খনন/পুনঃখনন, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরাট, মাটির কিল্লা নির্মাণ/পুনঃনির্মাণ ইত্যাদি প্রকল্প  বাস্তবায়ন করা হয়।

ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জনসংখ্যা ও দুঃস্থতার ভিত্তিতে/নির্বাচনী এলাকা ভিত্তিক খাদ্যশস্য/নগদ অর্থ জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ করে থাকেন। জেলা প্রশাসক কর্তৃক জেলা কর্ণধার কমিটির সভায় অনুমোদিত প্রকল্পের বিপরীতে উপ-বরাদ্দকৃত সম্পদ দ্বারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক প্রকল্প বাস্তবায়ন করে থাকেন।

অর্থ বছর ভিত্তিক।

০৩

‘‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীঃ

    এ কর্মসূচীর আওতায় গ্রাম এলাকায় কর্মহীন মৌসুমে বেকার অতি দরিদ্র লোকদের সাময়িক কর্মসংস্থানের লক্ষ্যে দৈনিক ১৭৫/= টাকা পারিশ্রমিক প্রদানের মাধ্যমে রাস্তা/বাঁধ/সেচ নালা নির্মাণ/পুনঃনির্মাণ, খাল খনন/পুনঃখনন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ ভরাট/উন্নয়নসহ বিভিন্ন আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। সরকার কর্তৃক গঠিত ইউনিয়ন কমিটির মাধ্যমে প্রকল্প এবং উপকারভোগী বাছাই করা হয়।

          খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ একজন যুগ্ম-সচিব কে কর্মসূচী পরিচালক হিসেবে দায়িত্ব প্রদানের মাধ্যমে এ কর্মসূচী বাস্তবায়ন করে থাকেন। কর্মসূচী পরিচালকের কার্যালয় হতে দারিদ্রের মানচিত্র অনুযায়ী উপজেলাওয়ারী বরাদ্দকৃত অর্থ দ্বারা এ কর্মসূচী  জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ বাস্তবায়ন  করে থাকেন।

অর্থ বছর ভিত্তিক

(১ম পর্যায়ে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর এবং ২য় পর্যায়ে ১ মার্চ হতে ৩০ এপ্রিল)।

০৪

ভি. জি.এফ. কর্মসূচীঃ

এ কর্মসুচী আওতায় বিভিন্ন আপদকালীন সময়ে দুঃস্থ জনসাধারণের খাদ্যাভাব দুরীকরণের লক্ষ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে মাসিক পরিবার প্রতি ১০/১৫ কেজি হারে চাউল প্রদান করা হয় ।

সরকার জেলা প্রশাসকের অনুকূলে উপজেলা ও পৌরসভার জন্য নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ করে থাকেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের অনুকুলে উক্ত খাদ্যশস্য উপ-বরাদ্দ প্রদান করতঃ সুষ্ঠু বিতরণ নিশ্চিত  করেন।

 

 

 

(ক্রমশঃ পৃষ্ঠা-০২/অপর পৃষ্ঠায় সদয় দ্রষ্টব্য)

০২-

 

০৫

আটকেপড়া  অবাংগালী সংক্রান্তঃ

পাকিস্তান গমনেচ্ছু আটকেপড়া দু:স্থ অবাংগালীগণ বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। অবাংগালীদের   বিদ্যুৎ বিল সরকার তথা ত্রাণ ও পুনর্বাসন  অধিদপ্তর পরিশোধ করে থাকেন।

 

০৬

 ত্রাণের জমি জমা সংক্রান্ত

ত্রাণেরঅধিহগ্রহনকৃত ও ত্রাণ বিভাগে হস্তান্তরিত জমিতে ভারত/বার্মা থেকে আগত মোজাহেরদেরকে পুনর্বাসন করা হয়। মহান স্বধীনতা  যুদ্ধ পরবের্তী পরিবর্তিত পরিস্থিতিতে   বিভিন্ন কলোনীতে কিছু কিছু বাঙ্গালী পরিবার অবৈধভাবে প্রবেশ করে। এসব জমি জমা ত্রাণ ও পুনর্বাসন বিভাগে দেখা শুনা করেন।

 

০৭

 সাধারণ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমঃ

জি আর চাল, জি আর ক্যাশ, গৃহ নির্মাণ সাহায্য, শাড়ী, লুংগি, কম্বল ইত্যাদি বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসনের জন্য ঢেউটিন সাহায্য প্রদান করা হয়।

অগ্নিকান্ড, বন্যা নদী ভাংগন, জলোচ্ছ্বাস, ভুমিধ্বসসহ যে কোন দৈবদূর্বিপাকে ক্ষতিগ্রস্থ এবং দুর্দশাগ্রস্ত জনসাধারণকে তাৎক্ষণিক/ আপদকালীন সাহায্য প্রদান করা হয়।

পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষনিক পদক্ষেপ প্রহণ করা হয়।

০৮

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ ও  পুনর্বাসন কার্যক্রম।

এ কার্যক্রমের আওতায় সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার সমন্বয়ে যে কোন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগে ক্ষয়-ক্ষতির সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন উদ্ধার, আশ্রয়, ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীতে।

০৯

আশ্রয়কেন্দ্র

বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগকালীন  সময়ে জনগণকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।

পরিস্থিতি অনুযায়ী প্রশাসন তাৎক্ষনিক পদক্ষেপ প্রহণ  করে থাকেন

১০

দুর্যোগ ঝুকিহ্রাস কর্মসুচী

২০০৬-০৭ অর্থ বছরে প্রদানকৃত টাকা বর্তমানে আদায় করা হচ্ছে।

--


Current Project

0


Duties

- যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের তথ্য সংগ্রহ।
- প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ।
- প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত দুঃস্থ ক্ষতিগ্রস্থদের সরকারী খয়রাতি সাহায্যের ব্যবস্থাকরণ।
- ঝুঁকি হ্রাস কর্মসূচীর উপজেলার কাজের সমন্বয়করণ।
- ভিজিডি, ভিজিএফ প্রকল্প প্রণয়ন, বরাদ্দপত্র জারী ও তদারকিকরণ।
- গ্রামীণ রাস্তায় ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মাণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নকরণ।
- কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচী বাস্তবায়ন সম্পর্কিত কাজ।
- প্রাকৃতিক দুর্যোগ পূর্ব প্রস্ত্ততি গ্রহণ সম্পর্কিত কাজ।
- ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচী সম্পর্কিত কাজ।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।


Contact
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম
Others

0


Image
www.chittagong.gov.bd/dcoffice_section/9c285157_2149_11e7_8f57_286ed488c766/thana & ponorbason.jpg