ক্রমিক নং |
ত্রাণ ও পুনর্বাসন শাখা কর্তৃক সেবার বিবরণ |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়। |
০১ |
গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচীঃ- এ কর্মসূচীর আওতায় বাঁধ ও রাস্তা মেরামত; নালা নির্মাণ/সংস্কার; শিক্ষা/ ধর্মীয়/সামাজিক প্রতিষ্ঠান সমূহের মেরামত ও উন্নয়ন; জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নতিকল্পে জনহিতকর কার্য সম্পাদন; বাঁশ/কাঠের সাঁকো নির্মাণ; ছোট ছোট আর সিসি পাইপ/কালর্ভাট নির্মাণ ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। |
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জনসংখ্যা ও দুঃস্থতার ভিত্তিতে/নির্বাচনী এলাকা ভিত্তিক খাদ্যশস্য/নগদ অর্থ জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ করে থাকেন। সিটি কর্পোরেশন এলাকার বরাদ্দ (বিশেষ) দ্বারা জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক কর্তৃক উপ-বরাদ্দকৃত সম্পদ দ্বারা উপজেলা পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক বাস্তবায়ন করে থাকেন। |
অর্থ বছর ভিত্তিক। |
০২ |
গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীঃ একর্মসূচীর আওতায় পুকুর/খাল খনন/ পুনঃখনন; রাস্তা নির্মাণ/পুনঃ নির্মাণ; জলাবদ্ধতা দূরীকরণের জন্য নালা ও সেচ নালা খনন/পুনঃখনন, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরাট, মাটির কিল্লা নির্মাণ/পুনঃনির্মাণ ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করা হয়। |
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জনসংখ্যা ও দুঃস্থতার ভিত্তিতে/নির্বাচনী এলাকা ভিত্তিক খাদ্যশস্য/নগদ অর্থ জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ করে থাকেন। জেলা প্রশাসক কর্তৃক জেলা কর্ণধার কমিটির সভায় অনুমোদিত প্রকল্পের বিপরীতে উপ-বরাদ্দকৃত সম্পদ দ্বারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক প্রকল্প বাস্তবায়ন করে থাকেন। |
অর্থ বছর ভিত্তিক। |
০৩ |
‘‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীঃ |
এ কর্মসূচীর আওতায় গ্রাম এলাকায় কর্মহীন মৌসুমে বেকার অতি দরিদ্র লোকদের সাময়িক কর্মসংস্থানের লক্ষ্যে দৈনিক ১৭৫/= টাকা পারিশ্রমিক প্রদানের মাধ্যমে রাস্তা/বাঁধ/সেচ নালা নির্মাণ/পুনঃনির্মাণ, খাল খনন/পুনঃখনন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ ভরাট/উন্নয়নসহ বিভিন্ন আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। সরকার কর্তৃক গঠিত ইউনিয়ন কমিটির মাধ্যমে প্রকল্প এবং উপকারভোগী বাছাই করা হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ একজন যুগ্ম-সচিব কে কর্মসূচী পরিচালক হিসেবে দায়িত্ব প্রদানের মাধ্যমে এ কর্মসূচী বাস্তবায়ন করে থাকেন। কর্মসূচী পরিচালকের কার্যালয় হতে দারিদ্রের মানচিত্র অনুযায়ী উপজেলাওয়ারী বরাদ্দকৃত অর্থ দ্বারা এ কর্মসূচী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ বাস্তবায়ন করে থাকেন। |
অর্থ বছর ভিত্তিক (১ম পর্যায়ে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর এবং ২য় পর্যায়ে ১ মার্চ হতে ৩০ এপ্রিল)। |
০৪ |
ভি. জি.এফ. কর্মসূচীঃএ কর্মসুচী আওতায় বিভিন্ন আপদকালীন সময়ে দুঃস্থ জনসাধারণের খাদ্যাভাব দুরীকরণের লক্ষ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে মাসিক পরিবার প্রতি ১০/১৫ কেজি হারে চাউল প্রদান করা হয় । |
সরকার জেলা প্রশাসকের অনুকূলে উপজেলা ও পৌরসভার জন্য নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ করে থাকেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের অনুকুলে উক্ত খাদ্যশস্য উপ-বরাদ্দ প্রদান করতঃ সুষ্ঠু বিতরণ নিশ্চিত করেন। |
|
(ক্রমশঃ পৃষ্ঠা-০২/অপর পৃষ্ঠায় সদয় দ্রষ্টব্য)
০২-
০৫ |
আটকেপড়া অবাংগালী সংক্রান্তঃ |
পাকিস্তান গমনেচ্ছু আটকেপড়া দু:স্থ অবাংগালীগণ বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। অবাংগালীদের বিদ্যুৎ বিল সরকার তথা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর পরিশোধ করে থাকেন। |
|
০৬ |
ত্রাণের জমি জমা সংক্রান্ত |
ত্রাণেরঅধিহগ্রহনকৃত ও ত্রাণ বিভাগে হস্তান্তরিত জমিতে ভারত/বার্মা থেকে আগত মোজাহেরদেরকে পুনর্বাসন করা হয়। মহান স্বধীনতা যুদ্ধ পরবের্তী পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কলোনীতে কিছু কিছু বাঙ্গালী পরিবার অবৈধভাবে প্রবেশ করে। এসব জমি জমা ত্রাণ ও পুনর্বাসন বিভাগে দেখা শুনা করেন। |
|
০৭ |
সাধারণ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমঃ জি আর চাল, জি আর ক্যাশ, গৃহ নির্মাণ সাহায্য, শাড়ী, লুংগি, কম্বল ইত্যাদি বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসনের জন্য ঢেউটিন সাহায্য প্রদান করা হয়। |
অগ্নিকান্ড, বন্যা নদী ভাংগন, জলোচ্ছ্বাস, ভুমিধ্বসসহ যে কোন দৈবদূর্বিপাকে ক্ষতিগ্রস্থ এবং দুর্দশাগ্রস্ত জনসাধারণকে তাৎক্ষণিক/ আপদকালীন সাহায্য প্রদান করা হয়। |
পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষনিক পদক্ষেপ প্রহণ করা হয়। |
০৮ |
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। |
এ কার্যক্রমের আওতায় সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার সমন্বয়ে যে কোন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগে ক্ষয়-ক্ষতির সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন উদ্ধার, আশ্রয়, ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। |
দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তীতে। |
০৯ |
আশ্রয়কেন্দ্র |
বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জনগণকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়। |
পরিস্থিতি অনুযায়ী প্রশাসন তাৎক্ষনিক পদক্ষেপ প্রহণ করে থাকেন |
১০ |
দুর্যোগ ঝুকিহ্রাস কর্মসুচী |
২০০৬-০৭ অর্থ বছরে প্রদানকৃত টাকা বর্তমানে আদায় করা হচ্ছে। |
-- |
0
- যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের তথ্য সংগ্রহ।
- প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ।
- প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত দুঃস্থ ক্ষতিগ্রস্থদের সরকারী খয়রাতি সাহায্যের ব্যবস্থাকরণ।
- ঝুঁকি হ্রাস কর্মসূচীর উপজেলার কাজের সমন্বয়করণ।
- ভিজিডি, ভিজিএফ প্রকল্প প্রণয়ন, বরাদ্দপত্র জারী ও তদারকিকরণ।
- গ্রামীণ রাস্তায় ছোট ছোট ব্রীজ কালভার্ট নির্মাণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নকরণ।
- কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচী বাস্তবায়ন সম্পর্কিত কাজ।
- প্রাকৃতিক দুর্যোগ পূর্ব প্রস্ত্ততি গ্রহণ সম্পর্কিত কাজ।
- ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচী সম্পর্কিত কাজ।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS