Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আগ্নেয়াস্ত্র শাখা, চট্টগ্রাম
Citizen Service

আগ্নেয়াস্ত্র শাখার কার্যক্রম

সরকারী সার্কুলার

নিয়মাবলী/প্রক্রিয়া

 

 

সকল প্রকার আগ্নেয়াস্ত্র

লাইসেন্স ইস্যু ও নবায়ন

১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৬/৬/২০০২তারিখের আগ্নে-৪ (৯/২০০১)(রাজ-৪)/৪৮৯স্মারকে ব্যক্তিগত পর্যায়ে ন্যুনতম পক্ষে ২(দুই) লক্ষ টাকার আয়কর প্রদানকারী ব্যক্তিদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান অব্যাহত আছে।

   আবেদনকারী নির্ধারিত ফরমে কাগজপত্র যথা (ক) ২(দুই) লক্ষ ঢাকার আয়কর সনদ। (খ) পূর্বে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নাই মর্মে ১৫০/- টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে হলফনামা (ঘ) ছবি ২কপি (গ) এসএসসি সনদ সহ আবেদনপত্র গ্রহনের পর সংশ্লিষ্ট শাখা হতে তিন দিনের মধ্যে আবেদনকারী প্রাপ চরিত্র যাচাই এর নিমিত্ত পুলিশ কমিশনার/পুলিশ সুপার বরাবর প্রেরণকরা হয়। পুলিশী প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাৎকার/ ব্যক্তিগত বক্তব্য গ্রহন করার পর অনুমোদিত হলে তিন দিনের মধ্যে বন্দুক, রাইফেল ও শর্ঢগানের লাইসেন্স প্রদানের ব্যবস্থা নেয়া হয় এবং পিস্তল, রিভলবারের ক্ষেত্রে  অনাপত্তিপত্র প্রদানের নিমিত্ত সুপারিশ সহকারে স্বরাষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। স্বরাষ্ট মন্ত্রলয় হতে অনাপত্তিপত্র পাওয়ার তিন দিনের মধ্যে অত্র কার্যালয় হতে লাইসেন্স প্রদান করা হয়।

 

 

২.  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫/৪/২০০৭ খ্রিঃ তারিখে সবঃমঃ বিবিধ ৯(২)/২০০৬(রাজ-৪)/১৪০ স্মারকে বার্ধক্য জনিত এবং মৃত্যুজনিত কারণে উত্তরাধিকারীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র হস্তান্তর নিমিত্ত লাইসেন্স প্রদান অব্যাহত আছে।

   আবেদনকারী নির্ধারিত ফরমে কাগজপত্র যথা (ক) জাতীয়তা সনদ (খ) ওয়ারিশ সনদ (গ) ১৫০ টাকার ননজুডিশিয়াশ ষ্ট্যাম্পে হলফনামা  লাইসেন্সধারীর/লাইসেন্সধারীর ওয়ারিশদের হলফনামা (ঘ) আয়কর সনদ (ঙ) ছবি ২(দুই) কপি (চ) এসএসসি সনদ সহ আবেদন করার পর সংশ্লিষ্ট শাখা হতে তিন দিনের মধ্যে আবেদনকারীর প্রাক চরিত্র যাচাই এর নিমিত্ত পুলিশ কমিশনার/পুলিশ সুপার বরাবর প্রেরণ করা হয়। পুলিশী প্রতিবেদন পাওয়ার পর বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাতকার/ব্যক্তিগত বক্তব্য গ্রহন করার পর অনুমোদিত হলে তিন দিনের মধ্যে সকল প্রকার আগ্নেয়াস্ত্র এর লাইসেন্স এ কার্যালয় হতে ইস্যু করা হয়।

 

 

৩. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫/৪/২০০৭ তারিখে স্বঃমঃ বিবিধ-৯(২)২০০৬(রাজ-৪)/১৪০ স্মারকে সরকারের উপ-সচিব থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর মেজর থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের লাইসেন্স প্রদান অব্যাহত আছে।

   আবেদনকারী আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র এ কার্যালয়ে দাখিল করার পর বন্দুক, শর্টগান ও রাইফেল আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে বিজ্ঞ জেলা ম্যাজিট্রেট কর্তৃক অনুমোদিত হলে সাথে সাথে এ কার্যালয় হতে লাইসেন্স প্রদান করা হয় এবং পিস্তল রিভলবারের আবেদন সমূহ সুপারিশ সহকারে স্বরাষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। স্বরাষ্ট মন্ত্রণালয় হতে অনাপত্তি পাওয়ার পর তিন ননের মধ্যে এ কার্যালয় হতে লাইসেন্স প্রদান করা হয়।

 

সিটিজেন চার্টার

 

৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১/৭/১৯৯৭ খ্রিঃ ৬/৪/১৪০৪ বাংলা তারিখের বিবিধ ১১/৯৭(রাজ-৪)১০৮২(১০৪) নং স্মারকে ব্যাংক অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বা এ জাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি ও নবায়ন ফি নির্ধারিত আছে।

   আবেদনকারী প্রতিষ্ঠান নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত কাগজপত্র যথা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো ও নিয়োজিত জনবল আয়কর সনদ(দুই লক্ষ) টাকা, প্রতিষ্ঠানের অফিস ভাড়ার চুক্তিপত্র, দুইজন সিকিউরিটিদের বায়োডাটাসহ আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখা হতে তিন দিনের মধ্যে পুলিশ কমিশনার/পুলিশ সুপার বরাবরে প্রেরণ করা হয়। পুলিশী প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কাগজপত্র স্বরাষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং অনাপত্তিপত্র পাওয়ার পর তিন দিনের মধ্যে অত্র কার্যালয় হতে লাইসেন্স প্রদান করা হয়।

 

 

 ৫.স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫/১০/২০০২ খ্রিঃ তারিখে আগ্নে-৬/২০০১(রাজ-৪)৬০৭ স্মারকে সকল প্রকার আগ্নেয়াস্ত্র লাইসেন্স এর লাইসেন্স ফি ও নবায়ন ফি নির্ধারিত আছে।

   লাইসেন্সধারী গন  ১-২-২-১-১-০-০-০-০-১-৮-৫-৯ কোড নমবরে নিম্ন বর্ণিত হারে লাইসেন্স ফি ও নবায়ন ফি বাংলাদেশ ব্যাংকে জমা পূর্বক চালানের মূল কপি, লাইসেন্সের মূলকপি ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হলে সাথে সাথে নবায়নের কাজ সম্পন্ন করা হয়। ( প্রতিবছর ১ ডিসেমবর হতে ৩১ জানুয়ারীর মধ্যে অত্র কার্যালয় কর্তৃক নবায়নের কাজ সম্পন্ন করা হয়ে থাকে)।

   (ক) আগ্নেয়াস্ত্রের ধরণ        লাইসেন্স ইস্যু ফি     লাইসেন্স নবায়ন ফি

         (|)  পিস্তল/রিভলবার       ৪,০০০/-            ২,০০০/-    

               এবং রাইফেল

          ()   বন্দুক/শর্টগান          ২,০০০/-              ৮০০/-

        (]]])     (|)ও () ব্যতীত

               অন্যান্য আগ্নেয়াস্ত্র       ৮০০/-              ৪০০/-

 

 

 

   ১ ডিসেমবর হতে ৩১ জানুয়ারীর মধ্যে এ কার্যালয় হতে নিয়োগপ্রাপ্ত বিজ্ঞ ব্যাজিস্ট্রেট, চট্টগ্রাম সেনানিবাসে উপস্থিত হয়ে দুই দিন নবায়নের কাজ সম্পন্ন করেন।

 

টি এল ইস্যু

--

   সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হতে প্রাপ্ত এনওসিসহ আবেদনকারী প্রতিষ্ঠান এ কার্যালয়ে টি,এল এর জন্য আবেদন সংশ্লিষ্ট শাখায় পাওয়ার পর তিন দিনের মধ্যে এ কার্যালয় হতে টি এল ইস্যু করা হয়।

 


Current Project

0


Duties

বর্তমান নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিবর্গ আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাবেনঃ

(ক) উপদেষ্টাগণ।
(খ) সামরিক/বেসামরিক যে কোন প্রথম শ্রেণীর কর্মকর্তা।
(গ) ব্যাংক/অর্থলগ্নী প্রতিষ্ঠান।
(ঘ) ব্যক্তি পর্যায়ে ২,০০,০০০/- টাকা আয়কর প্রদানকারী ব্যক্তিবগ।
* মৃত্যুজনিত/বার্ধক্যজনিত কারণে ওয়ারিশ বরাবর আগ্নেয়াস্ত্র হস্তান্তর করা যায়।
* .১২ বোর বন্দুক, .২২ বোর রাইফেল, জেলা ম্যাজিস্ট্রেট স্বয়ং ইস্যু করবেন। পিস্তল এবং রিভলবার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অনুকূল পুলিশী তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স ইস্যু করবেন।


Contact
আগ্নেয়াস্ত্র শাখা, জেলা প্রশাসকের কাযালয়, চট্টগ্রাম
Image
www.chittagong.gov.bd/dcoffice_section/9c2864a4_2149_11e7_8f57_286ed488c766/agneochro.jpg
Staffs
Acting Officer