Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
তথ্য ও অভিযোগ শাখা, চট্টগ্রাম
Details

তথ্য ও অভিযোগ শাখা, চট্টগ্রাম।

জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।


Citizen Service

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়

এনজিওদের প্রত্যয়নপত্র প্রদান

সংশি­ষ্ট এনজিও সমুহের নিকট থেকে আবেদন প্রাপ্তির পর অত্র কার্যালয়ের একজন সহকারী কমিশনার দিয়ে তদন্ত করানো হয়। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের স্বাক্ষরে প্রত্যয়ন পত্র ইস্যু করা হয়।

আবেদন প্রাপ্তির ৩ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রত্যয়ন পত্র ইস্যু করা হয়।

এনজিও সমন্বয় সভা

সংশি­ষ্ট এনজিওদেরকে যথা সময়ে নোটিশ ইস্যু করে প্রতিমাসে সভা আহবান করা হয়।

 

জনসাধারনের অভিযোগ নিস্পক্তিকরন

জনসাধারনের নিকট থেকে প্রাপ্ত অভিযোগ সমুহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশি­ষ্ট ইউএনও, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করা হয়।

আবেদন প্রাপ্তি ৩ দিনের মধ্যে নথিতে অনুমোদন করে সংশি­ষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন

 

 


Current Project

0


Duties

0


Contact
তথ্য ও অভিযোগ শাখা,জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
Others

0


Image
www.chittagong.gov.bd/dcoffice_section/9c284e2d_2149_11e7_8f57_286ed488c766/Information & complain.jpg
Staffs
Acting Officer