Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সাধারণ শাখা,চট্টগ্রাম
Citizen Service

ক্রঃনং

সেবাসমূহ

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

প্রয়োজনীয় সময়

1.

কেন্দ্রীয় পত্র গ্রহণ

জেলা প্রশাসক এর বরাবরে দৈনিক বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর/বিভাগ এবং সর্বসাধারণের কাছ হতে বিপুল সংখ্যক পত্র/আবেদন পাওয়া যায়। প্রাপ্ত চিঠিপত্র নিয়মিত ডাকফাইলে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে উপস্থাপন করা হলে তিনি চিঠিপত্রে স্বাক্ষর করেন এবং প্রয়োজনে সংক্ষিপ্ত নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষরের পর পত্রগুলো সম্ভব হলে একই দিন বা পরবর্তী দিনের মধ্যে বিভিন্ন শাখাওয়ারী বন্টন করা হয়।

2.

মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রম

মুক্তিযোদ্ধাদের যেকোন অভাব-অফিযোগ সম্পর্কিত বিষয় ও সনদপত্র বিতরণ, মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-কাফন/ সৎকার সংক্রান্ত মঞ্জুরীকৃত অর্থ বিতরণ, বাদপড়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তি ও ভুল সংশোধন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়।

মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-কাফন/ সৎকার সম্পর্কিত সংবাদ পাওয়ার সাথে সাথে কার্যক্রম গ্রহণ করা হয়।

3.

ইটভাটার সম্পর্কিত

নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়ঃ ১। ট্রেড লাইসেন্স ২। নাগরিকত্ব সনদপত্র ৩। আর্থিক সচ্ছলতা সনদপত্র ৪। জমির মালিকানা সংক্রান্ত পরচা/ইজারা চুক্তিনামা ৫। আয়কর সনদপত্র ৬। প্রস্তাবিত ইটভাটার জমির স্ক্র্যাচ ম্যাপ ৭। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ৮। ইউ, পি, চেয়ারম্যানের অনাপত্তি পত্র ৯। ৫০০/- টাকা লাইসেন্স ফি জমার চালান ১০। আবেদন ফরমের মূল্য=১০/- টাকা কোর্ট ফি এর মাধ্যমে জমা দিতে হয়।

আবেদন প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য গঠিত তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের নিকট প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ইটভাটা সংক্রান্ত জেলা উপদেষ্টা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসরণে লাইসেন্স ইস্যু করা হয।

4.

হোটেল/রেস্তোরার লাইসেন্স প্রদান সম্পর্কিত

লাইসেন্স পাওয়ার জন্য আবেদন ফরম জো প্রশাসক অফিস হতে সংগ্রহ করে ক্যাটাগরী অনুযায়ী নিবন্ধন ফিস, লাইসেন্স ফিস বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে চালান, ট্রেড লাইসেন্স ইত্যাদি সংযুক্ত করে আবেদন করতে হয়। অতঃপর আবেদনটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের শারীরিক যোগ্যতা সম্পর্কিত সিভিল সার্জনের সনদ প্রাপ্তির পর ৭ কার্য দিবসের মধ্যে লাইসেন্স প্রদান করা হয়।

5.

সিনেমা হলের লাইসেন্স প্রদান সম্পর্কিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

সিনেমা হলের লাইসেন্স নবায়ন সম্পর্কিত

নিম্ন বর্ণিত কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়ঃ ১। ট্রেড লাইসেন্স ২। নাগরিকত্ব সনদপত্র ৩। আর্থিক সচ্ছলতা সনদপত্র ৪। জমির মালিকানা সংক্রান্ত পরচা/ইজারা চুক্তিনামা ৫। আয়কর সনদপত্র ৬। প্রস্তাবিত ইটভাটার জমির স্ক্র্যাচ ম্যাপ ৭। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ৮। ইউ, পি, চেয়ারম্যানের অনাপত্তি পত্র ৯। ৫০০/- টাকা লাইসেন্স ফি জমার চালান ইত্যাদি।

আবেদন প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে তা সরেজমিনে তদন্ত করে  প্রতিবেদন দেয়ার জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা হয়।

 

প্রতি বছর ৩১ ডিসেম্বর এর মধ্যে লাইসেন্স ফি বাবদ=৪০০/- টাকা সংশ্লিষ্ট খাতে চালানের মাধ্যমে জমা দিয়ে পরবর্তী বছরের জন্য লাইসেন্স নবায়নের আবেদন করতে হয়। নবায়নের আবেদনের সাথে পূর্ববর্তী বছরের সম্পুরক কর ও মূল্য সংযোজন কর পরিশেধ করা হয়েছে মর্মে কাষ্টমস কর্তৃপক্ষের প্রমাণপত্র দাখিল করতে হয়।

অনুকূল তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ৭ কার্য দিবসের মধ্যে লাইসেন্স প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

সার্বিক বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

6.

জেলা কালেক্টরেটের অর্গানোগ্রামভূক্ত শাখা সমূহের কার্যপরিধি বহির্ভূত কার্য সম্পাদন

জেলা প্রশাসনে এমন কিছু টিঠিপত্র/আবেদন পাওয়া যায় যা কালেক্টরেটের অগ্রানোগ্রামভূক্ত শাখাসমূহ কর্তৃক সম্পাদন করা হয় না। যেমন-স্বাস্থ্য, বন, পরিবেশ, ডাক, তার, মৎস্য ও পশুসম্পদ বিভাগ ইত্যাদির কার্যক্রম।

কালেক্টরেটের কোন শাখায় যে কার্য সম্পাদন করা হয় না এ জাতীয় কাজ ৩ কার্য দিবসের মধ্যে এ শাখার মাধ্যমে সম্পাদন করা হয়।


Current Project

0


Duties

- বার্তা বা পত্রাদি গ্রহণ এবং ইস্যু করা।
- রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উদযাপন সংক্রান্ত কার্যক্রম।
- স্ট্যাম্পের হিসাব সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম।
- মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রম।
- প্রেস ও প্রকাশনা সংক্রান্ত কার্যক্রম।
- শিল্পকলা সংক্রান্ত কার্যক্রম।
- কৃষি পুনর্বাসন, মৎস্য সংরক্ষণ সাধারণ অডিট (উপজেলা) সংক্রান্ত সেবা।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।


Contact
সাধারণ শাখাজেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম
Others

0


Image
www.chittagong.gov.bd/dcoffice_section/9c28785e_2149_11e7_8f57_286ed488c766/shadaron.jpg
Staffs
Acting Officer