"Beggar Rehabilitation Program" is going on throughout Ctg. District
২০৩০ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য Sustainable Development Goal (SDG) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১ নম্বর Goal হচ্ছে: "সকল পর্যায়ের দারিদ্র্য নির্মূলকরণ"। এরই আওতায় ২০২১ সালের মধ্যে "দারিদ্র্য ও ক্ষুধামুক্ত এবং মধ্যম আয়ের বাংলাদেশ" বিনির্মাণের অভিলক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক মহানগরী এলাকা ও ১৫ টি উপজেলা সহ সমগ্র জেলাজুড়ে "ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম" বাস্তবায়িত হচ্ছে।
যাচাই বাছাইকৃত পুনর্বাসনযোগ্য ভিক্ষুকদের স্বাবলম্বী করার জন্য ব্যবসা উপকরণ, সেলাই মেশিন, রিক্সা,ভ্যান, টি-স্টল, ছোট আকারের হাঁস-মুরগীর খামারের উপকরণ বিতরণ করা হয়। প্রয়োজনমাফিক ভিক্ষুকদের কে সেলাইমেশিন ও দর্জি ট্রেডে ভাতাসহ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম মনিটর করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS